গোপালগঞ্জ জেলায় বিদেশে রফতানী পণ্য কুঁচিয়া মাছ আহরণ ও মজুদকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে সোমবার (০৬ মার্চ) গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী।
বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এসোসিয়েশানের চেয়ারম্যান খায়ের উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় 'কী নোট' প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ৷ বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের কর্মকর্তা হাবিবুর রহমান শামীম মৃধা কর্মশালাটি সঞ্চালনা করেন।
এই কর্মমালায় গোপালগঞ্জের জলাশয় থেকে কুঁচিয়া মাছ আহরণ, সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ৫০ জন অংশগ্রহণ করেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, গোপালগঞ্জ থেকে প্রচুর পরিমান কুঁচিয়া মাছ বিদেশে রফতানী করা হয়। তাই সঠিক পদ্ধতিতে কুঁচিয়া মাছ আহরণ, সংরক্ষণ ও পরিবহনের ওপর এই কর্মশালায় আলোকপাত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ