পার্বত্যাঞ্চলে শিক্ষাবৃত্তি, কোটা ও চাকরির ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সাথে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
সোমবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো. হাবীব আজমের সভাপতিত্বে এতে পিসিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর কবির, সহ- সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য কোটা চালু থাকলেও বাঙালীদের জন্য কোটা চালু নেই। অথচ পার্বত্যাঞ্চলে বাঙালিরাও সুবিধা বঞ্চিত। তারা আরও বলেন, শিক্ষাবৃত্তি ও চাকরি ক্ষেত্রে বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে।
অবিলম্বে পার্বত্যাঞ্চলে বসাবসরত বাঙালি শিক্ষার জন্য কোটা চালুসহ শিক্ষা বৃত্তি ও চাকরির ক্ষেত্রে অগ্রধিকার দেওয়া জন্য সরকারের কাছে জোরদাবি জানান ওই সংগঠনের নেতারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন