ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর বার্ষিক সাধারণ সভা বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়।
রবিবার সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও ওজোপাডিকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুল আলম।
বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তৃতা করেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। সভা পরিচালনা করেন ওজোপাডিকোর কোম্পানি সচিব মোহাম্মদ নাজমুল হুদা। সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডারসহ বিভিন্ন সংস্থার উর্র্ধতন কর্মকর্তাসহ ওজোপাডিকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ