জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার। ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এ দেশ হবে উন্নত দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশকে আর পিছিয়ে যেতে দেবে না।
সোমবার দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আটোর মোহাম্মাদীয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, শংকরপুর ইউপি চেয়ারম্যান মো. ইসহাক চৌধুরী, কমলপুর ইউপি চেয়ারম্যান মো. আহচান হাবিব সরকার, মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিব প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল