গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার দুপুর একটার দিকে স্থানীয় আউচপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় আগুন নেভাতে গিয়ে গুদাম ম্যানেজার জাকির ও কর্মচারি সবুজ, সুমন ও সোলাইমান আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, সোমবার দুপুরে ওই তুলার গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গুদাম মালিক আহসান উল্লাহ দিদার বলেন, দুপুরে গুদামে আগুন লাগলে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আমার গুদামে থাকা প্রায় অর্ধ কোটি টাকার মালামাল (তুলা) পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল