প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে স্কুলে শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর উদ্যোগ নেয় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। সোমবার সকালে জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে তরল প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা. খুরশিদ আলম, জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কর্মকর্তা ডা. রুস্তম আলী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলমসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুধ একটি আদর্শ পুষ্টিকর খাদ্য। তাই সবাইকে সুস্থ থাকতে প্রতিদিন দুধ পান করা উচিত। দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়।
বিডি প্রতিদিন/এএ