ময়মনসিংহের ফুলপুরে পৃথক দুইটি ঘটনায় গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা যায়, ফুলপুর থানাধীন রবিরমারা গ্রামের পলাশ মিয়াকে (৪৫) ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। একই রাতে অপর ঘটনায় ফুলপুর থানাধীন কাইচাপুর গ্রামের হিজবুল বাহার খান বাচ্চুর লাকী ইটভাটার শ্রমিকদের থাকার অস্থায়ী ছাপড়ার সামনে থেকে মানিক মিয়া (২৮), সিরাজ মিয়া (৪৬). সোহেল মিয়া (২৬), আল-আমীন মিয়া (২৯) ও হুমায়ুন মিয়াকে (২২) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ফুলপুর থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল