চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঠিকাদারের ম্যানেজারকে পিটিয়ে বাঁধ নির্মাণ কাজের শ্রমিকদের মজুরির ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ম্যানেজার আব্দুল মমিন শাহিন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চর ঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
আব্দুল মমিন শাহিন জানান, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় ৮ নম্বর বাঁধে ৮ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার বেড়িবাঁধের কাজ গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে। এরপর থেকেই বড় মরাপাগলা গ্রামের মজিবুর রহমানের ছেলে নয়ন আলী (৩০) তাকে চাপ দিয়ে আসছিল ঠিকাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের জন্য। কিন্তু তিনি এতে কর্ণপাত করেননি।মঙ্গলবার বাঁধের শ্রমিকদের মজুরি দেয়ার জন্য ৪ লাখ ৭০ হাজার টাকা ছিল। এমন অবস্থায় বিকেল ৩টার দিকে নয়ন ১০-১২ জনকে সাথে নিয়ে এসে বাঁধ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে লোহার রড দিয়ে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি জ্ঞন হারিয়ে ফেলেন। পরে সন্ত্রাসীরা তার ব্যাগ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আহত আব্দুল মমিন শাহিন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই