মানিকগঞ্জে স্কুল পর্যায়ের মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সমিতির উদ্যোগে শনিবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ
মিলনায়তনে জেলার ৭২ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর জেলা-পৌরসভা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় কানিজ ফাতেমা স্কুল এন্ড কলেজ।
মানিকগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর ডাঃ রওশন আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবদুর রউফ ও বৃত্তি প্রদান আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. দিলারা হাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ