১৩ মার্চ, ২০২৩ ২২:২২

নালিতাবাড়ীতে কমরেড রনজিৎ দাসের স্মরণসভা

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে কমরেড রনজিৎ দাসের স্মরণসভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কমরেড রনজিৎ দাসের প্রথম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে সোমবার (১৩ মার্চ) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। 

বিশেষ অতিথি হিসেবে নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল মুনসুর, সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাজিম উদ্দিন আহামেদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল(জাসদ)এর সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মুনীরুজ্জামান মুনীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছমির উদ্দিন। 

উল্লেখ্য, গত বছর ৬ মার্চ নালিতাবাড়ী পৌরশহরের নিজ বাড়িতে রনজিৎ দাস মারা যান।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর