১৪ মার্চ, ২০২৩ ১৮:১৮

৪০ হাজার ইয়াবা পাচার, ২ জনের ৭ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৪০ হাজার ইয়াবা পাচার, ২ জনের ৭ বছর করে কারাদণ্ড

প্রতীকী ছবি

৪০ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জন পাচারকারীর প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে দণ্ডিতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন টেকনাফ উপজেলাস্থ টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার আজিমুল্লাহ ‘র পুত্র মো. ইসমাইল এবং একই উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান ও জমিলা খাতুনের পুত্র মো. রফিক।

দণ্ডিতদের মধ্যে মো. ইসমাইল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মো. রফিক পলাতক রয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামিদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না আদালতে মামলাটি পরিচালনা করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর