২১ মার্চ, ২০২৩ ১৩:২৪

রাজশাহীতে চারটি শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চারটি শুটারগানসহ
দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে অভিনব কায়দায় অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে রাজশাহী নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার অস্ত্র কারবারিরা হলো রেজাউল করিম (৩৮) ও আবু রায়হান তোতা (৩০)। রেজাউল করিম নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে ও তোতা একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে র‌্যাব সদস্যদের কাছে তারা হাতেনাতে ধরা পড়ে। তল্লাশি করে তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় মামলা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর