২৩ মার্চ, ২০২৩ ১৪:৫২

২ পাচারকারীর জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক

২ পাচারকারীর জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

সংগৃহীত ছবি

শার্শা সীমান্ত এলাকায় দুজনের জুতার ভেতরে ১০টি স্বর্ণের বার পেয়েছে বিজিবি। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে। এক কেজি ১৬৭ গ্রাম ওজনের এ স্বর্ণের দাম প্রায় এক কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে স্বর্ণের বড় এ চালানটিসহ তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার বিল্লা হোসেনের ছেলে নয়ন (১৮)। তাদের দু’জনের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

তিনি জানান, শার্শা উপজেলার জামতলা এলাকা দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে জামতলা বাজারে অবস্থান নেয় বিজিবি। এসময় সীমান্তের দিকে হেঁটে যেতে দেখে জাফর ও নয়ন নামে দু'জনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের জুতার মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।  

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর