২৩ মার্চ, ২০২৩ ১৪:৫৭

হত্যা মামলায় মেহেরপুরে বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

হত্যা মামলায় মেহেরপুরে বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ইউপি সদস্য কামাল হত্যা মামলায় পিতা ও পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন । দণ্ডিতরা হলেন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আবদুল মালেক (৬০) ও তার ছেলে আলমগীর হোসেন (৩২)।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ কে এম শফিকুল আলম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পি পি কাজী শহিদুল হক।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে মে মাসের ২৫ তারিখে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ইউপি সদস্য কামাল হোসেনের বাড়িতে গিয়ে তার ভাই কাফেল উদ্দিনকে মারধর করে। ভাইয়ের মারধরের কথা শুনে কামাল মোটরসাইকেল নিয়ে বাড়ি আসার সময় আসামি মালেক হোসেনের বাড়ির সামনে আসলে তার পথরোধ করে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করে। কামাল হোসেনের রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় কামালের ভাতিজা মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর ১৬৯/১৭ । মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তাদেও বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর