শিরোনাম
২ এপ্রিল, ২০২৩ ২০:২৭

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা নামক স্থানে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহেল সদর উপজেলার চোরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহেল মোটরসাইকেলে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ ফিরছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে একটি দ্রুতগতির আলমাসাধুর তার সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর