লক্ষ্মীপুরের সদরে মান্দারি এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজিচালকের মৃত্যু হয়েছে। নিহত সিএনজিচালক সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নের মুজিবুল হকের ছেলে মোহাম্মদ ইয়াছিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টায় ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মান্দারী বাজার পশ্চিম পাশে কাশির বাড়ির রাস্তা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিএনজিচালককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব ট্রাকটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ