বরগুনার পাথরঘাটায় অভিমান করে স্বামী ও পুত্রবধূর সামনেই বিষপানে আত্মহত্যা করেছেন সফুরা বেগম (৫৫) নামে এক নারী। এ ঘটনাটি ঘটেছে বুধবার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হলে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য পিন্টু মুন্সি বলেন, স্থানীয় রহমান মুন্সির ছোট ছেলে রিয়াজ প্রবাসে থাকে। তার স্ত্রী খালেদা বেগম তরকারিতে ঝাল না হওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। পুত্রবধূ শ্বশুরকে জানালে শ্বশুর পুত্রবধূর পক্ষ নিলে সফুরা বেগমের সাথে স্বামীর বাকবিতণ্ডা হয়। এ নিয়ে অভিমান করে স্বামী আর পুত্রবধূর সামনেই বিষপান পান করেন তিনি।
এ বিষয়ে পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, সুরতহাল করে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।বিডি প্রতিদিন/এএম