৯ এপ্রিল, ২০২৩ ২১:০৪

সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

সংবাদকর্মীদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের জগাইমোড় এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

সংগঠনের জেলা সভাপতি মুফতি মহিব্বুল্লাহর সভাপতিত্বে ইফতার আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া, সেক্রেটারী হাফেজ হাবিবুল্লাহ, জয়েন সেক্রেটারী ইঞ্জিনিয়ার জোবায়ের হোসেন, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আয়নুল হক ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। 

এ সময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন কারো সাথে জোট গঠন করছে না এবং ভবিষ্যতেও করবে না। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশগ্রহন করবে যদি নির্দলীয়-নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। তা না হলে ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করবে না। ইফতার মাহফিলে সংবাদকর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর