সংবাদকর্মীদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের জগাইমোড় এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মুফতি মহিব্বুল্লাহর সভাপতিত্বে ইফতার আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া, সেক্রেটারী হাফেজ হাবিবুল্লাহ, জয়েন সেক্রেটারী ইঞ্জিনিয়ার জোবায়ের হোসেন, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আয়নুল হক ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।এ সময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন কারো সাথে জোট গঠন করছে না এবং ভবিষ্যতেও করবে না। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশগ্রহন করবে যদি নির্দলীয়-নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। তা না হলে ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করবে না। ইফতার মাহফিলে সংবাদকর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল