১০ এপ্রিল, ২০২৩ ২৩:৫৪

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেনি। পুলিশ কাভার্ডভ্যান চালককে আটক করেছে। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সিয়াম (১৮)। সে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ঝাজর এলাকার আবদুল খালেকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় ওই গাড়ি দু’টির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কিশোর সিয়াম আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও তিনি জানান।

ওসি ইব্রাহিম আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সহ কাবার ফ্যানের চালককে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর