গাজীপুরে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসক আনিসুর রহমানের নেতৃত্বে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ঘোড়ার গাড়ি, পালকি নিয়ে বাদকদল বাদ্য বাজিয়ে ও নেচে-গেয়ে অংশ নেন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুরূপ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করে।
বিডি প্রতিদিন/এএ