প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তরফ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সদর উপজেলার গেরদা, কৈজুরী ও চাঁদপুর ইউনিয়নে হতদরিদ্র কয়েক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুড়ো দুধ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, মাইনুদ্দিন আহমেদ মানু, শেখ মোঃ ইছাহাক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, শওকত আলী জাহিদ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক এড. জামাল হোসেন মিয়া, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব, যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পর্যায়ক্রমে ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ