দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া। দৌলদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্ত দিয়ে আসন্ন ঈদে ফিরতে ঈদযাত্রায় স্বস্তির প্রত্যাশা করছেন যাত্রী, চালক ও ঘাট সংশ্লিষ্টরা। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও চালকদের ভোগান্তি দূর হয়েছে। এবারের ঈদযাত্রায় এই রুটে ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচলের সিধান্ত নিয়েছেন সরকার।
আজ রবিবার বিকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টজনদের নিয়ে ঈদ সমন্বয় সভায়’ এসব তথ্য উঠে এসেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থাানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, বিআইডবি্লউটিসি ও বিআইডবি্লউটিএর অর্ধশত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে রবিবার সকালে সরেজমিনে ফেরিঘাট এলাকায় দেখা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ২০টি ফেরি পারাপারে জন্য চারটি ফেরিঘাট সচল রয়েছে। দুটি ঘাট বন্ধ রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন রাস্তা থেকে দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুন পর্যন্ত খানাখন্দ ও ধুলা রয়েছে। একটি যানবাহন আসার পর ধুলায় যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদযাত্রা উপলক্ষে এখন পর্যন্ত রাস্তায় ও লঞ্চঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারেনি ঘাট সংশ্লিষ্টরা।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে একটি লঞ্চঘাট প্রস্তুত রয়েছে। একটি লঞ্চঘাট দিয়ে আসন্ন ঈদযাত্রায় ৩৩টি লঞ্চের যাত্রীরা ওঠানামা করবেন। মঙ্গলবার থেকে লঞ্চঘাটে ফায়ার সার্ভিস ও স্কাউটের সদস্যরা ঘরমুখো যাত্রীদের সহায়তার কাজ করবেন। ফেরিঘাটে যাত্রী ও চালকদের সাথে কথা বলে জানা যায়, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও চালকদের ভোগান্তি দূর হয়েছে। বর্তমানে ফেরি লোড হতে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ২০টি ফেরি চলাচল করলে যাত্রীরা স্বস্তিতে বাড়িতে যেতে পারবেন।
তবে গোয়ালন্দ উপজেলা হলরুমের সমন্বয় সভা সূত্রে জানা যায়, দৌলতদিয়া বাস টার্মিনালে অস্থায়ী কাউন্টারে যাত্রীদের ভোগান্তির শঙ্কা রয়েছে। বিশেষ করে কাউন্টারে পরিবহণ চালক ও সংশ্লিষ্টদের নির্ধারিত পোশাক ও আইডি কার্ড না থাকায় যাত্রীরা প্রতারিত হয়ে থাকেন। এছাড়া একটি চক্র যাত্রীদের নিদিষ্ট গন্তব্যের বাসের কথা বলে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তেনাপড়া মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত ছিনতাইকারী কমে এসেছে। তবে বেশ কয়েকজন ছিনতাইকারী দলের সদস্যরা সক্রিয় রয়েছে। ব্যাটারি চালিত ইজিবাইকে ফেরিঘাটের পল্টুন দখল করে যানজট সৃষ্টি করতে পারে বলে সমন্বয় সভায় অনেকেই মত দিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা. মো. জাকির হোসেন বলেন, ঈদের আগে-পরে সাতদিন ট্রাক চলাচল বন্ধ থাকবে। পদ্মা সেতু চালুর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৭০ শতাংশ সমস্যা সমাধান করে দিয়েছেন। যাত্রীদের স্বস্তিতে ঘরে পৌছাতে আমরা কাজ করবো। ঘাট সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদযাত্রায় ২০টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করলে কোন সমস্যা হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ে আমাদের তৎপরতা থাকবে ।
বিডি প্রতিদিন/এএ