নেত্রকোনায় দিনব্যাপী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলার সকল দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় ১০ উপজেলার ইউএনওসহ রাজনৈতিক জনপ্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শহরের গুরুত্বপূর্ণ থানার মোড় মগড়া নদীর ব্রিজ নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্টরা।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, অন্যান্য পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/হিমেল