নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৪১) হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার ভাই। অজ্ঞাত আসামি করে রবিবার থানায় মালাটি দায়ের করেছেন নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া।
আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহ’র ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুব লীগের সহ-সম্পাদক ছিলেন। তার স্ত্রীসহ দুই ছেলে রয়েছে বলেও বাদী উল্লেখ করেন। এর আগে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথাও নিশ্চিত করেছনে।
মামলার বাদী ও নিহতের ছোট ভাই মো. রাসেল আরও বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান।
সন্ধ্যায় তার প্রতিবেশী মোবাইল কলে জানান, আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। তিনি এসে দেখেন নিজ ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্ত শেষ রবিবার এই মামলা দায়ের করেছেন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম বলেন, নিহত আব্দুল আওয়ালের ছোট ভাই রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম