বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে। ৩০ জুনের মধ্যে চাকুরী জাতীয়করণের ঘোষণা না দিলে ১ জুলাই থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইনামুল হক মাজেদী ও কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মোঃ আজিজুল হক রাজা, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল করিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রযুক্তি ও গবেষণা সম্পাদক ও সদস্য প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশ প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, বাকশিসের সভাপতি মোঃ মকসেদুল হাসান বাবু, কর্মচারী ঐক্য ফেডারেশন দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা, বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, বাশিসের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুর রহমান পাপ্পু, মাদরাসা শিক্ষক সমিতি দিনাজপুর জেলার শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ