বাগেরহাটের মোরেলগঞ্জে ৩২০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকায় দুস্থদের মাঝে চাল, ডাল ও তেলসহ প্রতিটি পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করে প্রকৃতি ও জীবন ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহা. মোখলেছুর রহমান, ক্লাবের উপদেষ্টা মাকফুরুজ্জামান, মাহমুদ হোসেন, সমন্বয়কারীি অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, অ্যাডভোকেট খান বাবুল হোসেন, ডা. মোশাররফ হোসেন ও যুবলীগ নেতা আকন হাবিবুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই