শিরোনাম
২৪ এপ্রিল, ২০২৩ ১৩:২৯

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মূল হত্যাকারী জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে রানা, মো. ইব্রাহিম ওরফে হাবা, শামীম রেজা ও মিলন হোসেন।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকান্ডের পর থেকেই আসামীদের গ্রেফতারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার (২৩ এপ্রিল) রাতে ৫ জনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠিয়ে তাদের রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ড পেলে তাদের জিজ্ঞাসাবাদ করে জেম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। 

এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি ও সংসদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি মেসবাউল হক টুটুল, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপুসহ ৪৮ জনের নাম উল্লেখ করে নিহত জেমের ভাই মো. মনিরুল ইসলাম বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর