বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসা ও চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে ৮৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামুন জমাদ্দার নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলামের আদালত মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অভিযুক্ত মামুন জমাদ্দার রাঙ্গামাটির ২২ বিজিবিতে সৈনিক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুতালড়ী গ্রামের ইউসুফ আলী জমাদ্দারের ছেলে।
বাদী পক্ষের আইনজীবী শেখ বাহাদুর ইসলাম জানান, মামুন জমাদ্দার নিজেকে বিজিবির পদস্থ একজন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সময়ে ব্যবসা ও চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে ৮৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এভাবে মামলার বাদী মোরেলগঞ্জের ফুলহাতা গ্রামের নাজমা আক্তারের কাছ থেকেও ১৫ লাখ টাকা নেয়। পরবর্তীতে সে টাকা ফেরত না দিলে নাজমা আক্তার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামুন জমাদ্দার জামিন আবেদন করলে বিচারক মো. আছাদুল ইসলাম তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল