কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আহাম্মদ এবং ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি মো. আব্দুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, রবিবার (৭ মে) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাপাড়ার নুরুল আলম প্রকাশ নুরের ছেলে আহাম্মদ (১৯) এবং ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি একই ইউনিয়নের আলী আকবর পাড়ার ফরিদ আহমেদের ছেলে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা যায়। গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামি আহাম্মদের (১৯) বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এবং আসামি মো. আব্দুল্লাহর বিরুদ্ধে একই থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল