পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মরক প্রদানের মধ্য দিয়ে ভোলায় বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
পরে ভোলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে যুব প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম। আলোচনা সভা শেষে ১০ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ও সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকালে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।
বিডি প্রতিদিন/এএ