৮ মে, ২০২৩ ১৬:১৬

নেত্রকোনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

১৪৪৪ হিজরি সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে নেত্রকোনায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পাবলিক হলে কর্মশালার আয়োজন করা হয়।

এতে ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকারের পরিচালনায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

জেলার বিভিন্ন এজেন্সির মাধ্যমে পাঠানো সকল হজ যাত্রীরাসহ হজ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষণে হজ যাত্রীরা নিরাপদে কীভাবে হজ পালন করবেন, কোথায় কী ধরনের সেবা পাওয়া যাবে, সেসকল বিষয়ে সকলকে অবহিত করা হয়।

জানা গেছে, মোট ১০ উপজেলার ৩০৮ জন হাজী এবছর সরকারি ও বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। তার মধ্যে সরকারিভাবে যাচ্ছেন ২৩ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর