৮ মে, ২০২৩ ১৮:২৮

পঞ্চগড়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী মহানন্দার পানিতে ডুবে মুশফিকুর রহমান মুশফিক (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মুশফিক উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের ছেলে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার জানায়, বাবা খবিরুল ইসলাম মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মুশফিকুরও মহানন্দা নদীতে চলে যায়। বাবাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে নদীর পাথর কোয়ারির পানিতে তলিয়ে যায়। এদিকে মুশফিকের মাও চলে যায় ছেলেকে খুঁজতে। খুঁজতে খুঁজতে নদীর পাথর কোয়ারির পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনদের শোকের আহাজারিতে বিয়োগান্ত হয়ে উঠে পুরো হাসপাতাল চত্তর।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল সদর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ও সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী পানিতে ডুবে কিশোরের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলে জানান থানার ওসি আবু সাঈদ চৌধুরী।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর