১৩ মে, ২০২৩ ১৭:২৯

সরকারের নিরলস সহযোগিতায় আউটসোর্সিং এগিয়ে যাচ্ছে : হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি

সরকারের নিরলস সহযোগিতায় আউটসোর্সিং এগিয়ে যাচ্ছে : হুইপ স্বপন

আবু সাঈদ আল মাহমুদ স্বপন

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘তরুণদের দায়িত্বশীল কার্যক্রমই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্রুত কাজ করবে। সরকারের নিরলস সহযোগিতার মধ্য দিয়ে আউটসোর্সিং এগিয়ে যাচ্ছে। কারণ, আমাদের তরুণরা মেধাবী ও দক্ষ।’

বেকারত্বমুক্ত স্মার্ট জয়পুরহাট গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আউটসোর্সিং প্রশিক্ষণবিষয়ক প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই সরকারের পরবর্তী লক্ষ্য। ১৯৭২ সালে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র ৯৮ মার্কিন ডলার। ২০০৮ সালেও আমাদের মাথা পিছু আয় ছিল মাত্র ৫৩৭ মার্কিন ডলার। আজকে ২০২৩ সালে মাথা পিছু আয় ২৮৫০ মার্কিন ডলার।’

প্রস্তুতিসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের মনিরুল শহিদ মুন্না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর