১৮ মে, ২০২৩ ১৮:০২

লালমনিরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

 

লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিএনপির জনসভার অনুমতি না পেয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এসময় জনসভা না করতে পেলে বিক্ষোভ মিছিলসহ কঠোর আন্দলোনের ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বিএনপির অস্থায়ী কার্যলয়ে 'হামার বাড়ি' সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

সংবাদ সম্মেলনে দুলু বলেন, গত ৫দিন থেকে জনসভার অনুমতি চাইলেও জেলা প্রশাসক অদৃশ্য কারণে গরিমসি করছেন। এতে বুঝা যাচ্ছে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। জেলা প্রশাসক জেলার সম্মেলন বড়বাড়িতে করতে বলেন। আমরা জেলার সমাবেশ জেলাতেই করবো। যদি কোন কারণে সম্মেলন বানচালের চেষ্টা করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবল, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলী, ছাত্রদল সভাপতি নাজমুল হাসান লিমনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর