বাগেরহাট- ৩ (রামাপাল ও মোংলা) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার দিনভর বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে শাকিল খান সরকারের গণমুখী উন্নয়নের লিফলেট বিতরণ করেন।
শাকিল খানের নিজহাতে বিতরণকৃত লিফলেটে সরকারের এসডিজির রূপকল্প বাস্তবায়নের চিত্রসহ ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীণ সড়কসহ অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
লিফলেট বিতরণকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। রামপাল উপজেলা জুড়ে লিফলেট বিতরণকালে নায়ক শাকিল খানের সাথে গৗরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ স্থানীয় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিডিপ্রতিদিন/কবিরুল