নড়াইল সদর উপজেলার মধুরগাতী গ্রামে ইজিভ্যান চালক দেলোয়ার গাজীকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আটঘরা-বরইতলা শ্মশানের কাছে দেলোয়ারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত দেলোয়ার মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।
এদিকে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রামে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। নিহত দেলোয়ারের ভাই মনিরুল গাজী জানান, গতকাল সোমবার বিকেলে ইজিভ্যান নিয়ে দেলোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজ করেও ভাইয়ের সন্ধান পাননি। দেলোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান জানান, দেলোয়ার গাজীকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল