৩০ মে, ২০২৩ ২১:০০

চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলার ৬ আসামি কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলার ৬ আসামি কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি সামিউল হক লিটনসহ ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহ অন্তবর্তীকালীন জামিনে থাকা ৩৪ আসামির মধ্যে ৩২ জন জামিনের আবেদন করলে আদালতের বিচারক মোঃ আদীব আলী শুনানির পর ২৬ জনের জামিন মঞ্জুর করেন। ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন মামলার ২নম্বর আসামী জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন ও মাহিন রেজা ওরফে মুমিন। এদিকে মামলার এক নম্বর আসামা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোখলেসুর রহমানসহ দুইজন আজ জামিন আবেদন করেননি। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহত খাইরুল আলম জেমের বড়ভাই বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোখলেসুর রহমানসহ ৪৫ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর