শিরোনাম
৩ জুন, ২০২৩ ১৯:১৭

দিনাজপুরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

৫১ লাখ টাকা ব্যয়ে “ন্যায়কুঞ্জ” ১০০০ বর্গ ফুট নির্মিত হবে। সেখানে থাকবে ব্রেসট ফিডিং সেন্টার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বিশ্রামাগার ও ওয়াশরুম। এ ছাড়াও থাকবে আলোকসজ্যা ও একটি দোকান।

শনিবার দিনাজপুর আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ”এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। এরপর বিচারপতি এম ইনায়েতুর রহিম দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সুশীল ও ছায়ানিবিড় করে তুলতে বৃক্ষরোপন করেন। 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ও দায়রা জজ মো. যাবিদ হেসেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) জিন্নাহ আল মামুন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

বিডি প্রতিনিধি/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর