'সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ, প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
সোমবার (০৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর-এ- আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবির। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ।
আলোচনা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়েেদর মাঝে পুরুস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ