আগামী ১৭ জুলাই পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ৫ নম্বর শ্রীরামপুর ইউনিয়নে মো. আমিনুল ইসলাম ছালাম মৃধা এবং ২ নম্বর লেবুখালী ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন।
আমিনুল ইসলাম ছালাম বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।
তিনি বলেন, এর আগেও আমি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হয়েছি। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সুখে-দুঃখে জড়িত ছিলাম। দল আমাকে মনোনয়ন দিয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, দুই ইউপিতেই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ জুন প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই