১০ জুন, ২০২৩ ২০:০০

পুকুরে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

পুকুরে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্রিকেট খেলা শেষে বন্ধুদের সাথে পুকুরে গোসাল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফাতিন হোসেন (২৩)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর কলেজপাড়া গ্রামের ঠিকাদার আখতারুজ্জামান মিলনের ছেলে এবং গাইবান্ধা সরকারি কলেজের ইংরেজি বিষয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফাতিন বন্ধুদের সাথে বাড়ির পাশে শঠিবাড়ী মহাবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিলেন। খেলা শেষে বেলা ৩টার  দিকে শঠিবাড়ী মৎস্য আড়ৎ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামেন। কিন্তু হঠাৎ করে তিনি পানির নিচে তলিয়ে যান। অনেকক্ষণ পরও ওপরে না ওঠায় বন্ধুরা পানির নিচ থেকে তাকে টেনে তোলেন। এ সময় পেটে অনেক পানি ঢুকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ফাতিনকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল ইসলাম বলেন, ‘নাক ও মুখ দিয়ে পেটে প্রচুর পরিমাণে পানি ঢুকে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থী মারা গেছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর