২৯ জুন, ২০২৩ ২২:১৬

বৃষ্টি উপেক্ষা করে ধামরাই পৌরসভায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

বৃষ্টি উপেক্ষা করে ধামরাই পৌরসভায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ

ফাইল ছবি

ঢাকার ধামরাই পৌরসভায় প্রতি বছরের ন্যায় এ বছরও ৫ ঘণ্টায় ৪৫ স্থানের জবাই করা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে পৌর শহরকে জীবাণুমুক্ত করা হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে পৌর শহরকে দুর্গন্ধ ও রোগ-জীবাণু রোধে জবাই করা স্থানে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ধামরাই পৌরসভা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫ স্থানের কোরবানির পশুর বর্জ্য সকাল ১১টা থেকেই অপসারণ শুরু করে। পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে পৌর কর্তপক্ষ বিভিন্ন দলের মাধ্যমে ঘুরে ঘুরে তা পরিষ্কার করে। শুধু পরিষ্কারই নয় জীবাণুমুক্ত করতে দেয়া হয় জীবাণুনাশক ব্লিচিং পাউডার। ৫ ঘণ্টায় বর্জ্য অপসারণ করে পৌর কর্তৃপক্ষ।

পৌরবাসীরা জানান, পৌরসভার মেয়র গোলাম কবির নিজে তদারকি করে প্রতি বছরের ন্যায় এবারও পৌর শহরকে জীবানুমুক্ত ও দুর্গন্ধমুক্ত করেছে। 

পৌরসভার মেয়র গোলাম কবির জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পৌরসভার সকলের ছুটি বাতিল করে টানা বৃষ্টি উপেক্ষা করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর