৫ জুলাই, ২০২৩ ১১:৩৮

পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা-বাবার সাথে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়। গতকাল সন্ধ্যায় তারা বাড়ির পাশে পুকুর ঘাটে খেলা করছিল। এক পর্যায়ে মাবিয়া অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে গিয়ে মরিয়ম পুকুরে নামে। সাঁতার না জানায় তারা দুইজনই পুকুরের পানিতে ডুবে যায়।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

ওসি চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর