১৪ জুলাই, ২০২৩ ১৬:৪১

ভাঙ্গায় আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা

ভাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই)  সকাল দশটায় উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। 

তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে  শুক্রবার (১৪ জুলাই)  সকাল দশটার দিকে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন। সংগঠনের সদস্য সচিব হাবিবুর রহমান মাসুদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা সায়েম সামাদ, আবৃত্তিকার ও প্রশিক্ষক মজুমদার বিপ্লব, পলি পারভীন, মিসবাহিল মোকার রাবিন, ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্ল্যাহ কলেজের  সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দিলীপ দাস প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আবৃত্তি কর্মশালাটি সপ্তাহের শুক্র ও শনিবার চলবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর