কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
জিহান (৩) গত ২৩ জুলাই উপজেলার জয়পুর গ্রাম থেকে নিঁখোজ হয়। নিখোঁজ হওয়ার দিনই জিহানের মা কমলা বেগম মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার সকালে বাড়ির অদূরে ডোবায় জিহানের লাশ দেখে বাড়িতে এসে তার বাবা লিটন মিয়াকে এলাকাবাসী জানায়। পরে মেঘনা থানা পুলিশের সহায়তায় তার লাশ ডোবা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।বিডিপ্রতিদিন/কবিরুল