কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবীর ১১ ঘণ্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিনকে (৩১) উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী। সোমবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। কুতুব উদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।
গ্রেফতারকৃত দুই অপহরণকারী হলেন, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানায়।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করে। এসময় ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পাশর্^বর্তী একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। টাকা দিতে অপারগ হলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে ফেলে। তার মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবী করেন। এ বিষয়টি কুতুর উদ্দিনের ভাইকে জানার পর তারা থানায় অবহিত করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম