১ আগস্ট, ২০২৩ ১৩:৪০

ঝিনাইদহে ৮ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৮ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ শহরের আরাপপুর বাগমারা ব্রিজ এলাকায় একটি পরিবহনে তল্লাশি করে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ব্যক্তি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে আল-আমিন মোল্লা (২৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই তথ্য জানিয়েছে। 

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান,গোপন সংবাদ পাওয়া যায়, এক মাদক ব্যবসায়ী তালুকদার পরিবহনে মাদক নিয়ে যাচ্ছে। এরপর ওই পরিবহনে তল্লাশি চালিয়ে আলামিন নামে এক কারবারি আটক করা হয়। তার কাছ থেকে ৮ হাজার পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লাখ টাকা। পরে ওই ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর