১১ আগস্ট, ২০২৩ ২০:০৯

এবার সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানকে বহিষ্কার করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

এবার সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানকে বহিষ্কার করলেন জেলেনস্কি

সারা দেশের সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানকে বহিষ্কার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুর্নীতির অভিযোগ থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংঘাত কবলিত দেশটির প্রধান কর্তা।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সব নিয়োগ কেন্দ্রগুলোর তথ্য পর্যালোচনায় পেশাদারিত্বের অপব্যবহারের আলামত পাওয়া গেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘যে মানুষদের যুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে তাদেরই এই কার্যক্রম চালানো উচিত। যুদ্ধের সময় আত্মমগ্নতা ও ঘুষ গ্রহণ বিশ্বাসঘাতকতার পর্যায়েই পড়ে।’

এই পদে নতুন করে কাকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে এক শীর্ষ জেনারেলের ওপর দায়িত্ব ন্যস্ত করেছেন জেলেনস্কি।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর