১৩ আগস্ট, ২০২৩ ১২:৫৫

বরগুনায় আন্তর্জাতিক যুব স্বাস্থ্য দিবস পালন

অনলাইন ডেস্ক

বরগুনায় আন্তর্জাতিক যুব স্বাস্থ্য দিবস পালন

বরগুনায় আন্তর্জাতিক যুব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

বরগুনায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন জাগোনারীর সহযোগিতায় আন্তর্জাতিক যুব স্বাস্থ্য দিবস উপলক্ষে তারুণ্য’র কণ্ঠস্বর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। রবিবার প্রেসক্লাব চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বরগুনায় পাঠশালা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হক, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, মো. রফিকুল ইসলাম, পরিদর্শক মাধ্যমিক বিদ্যালয়, হোসনেয়ারা হাঁসি, গোলাম মোস্তফা প্রকল্প কর্মকর্তা, জাগোনারী, জাকারিয়া জাহিদ, আহ্বায়ক, তারুণ্য’র কণ্ঠস্বর, সোনিয়া ইসলাম মো. শাহারিয়া, তারুণ্যর কণ্ঠস্বর।

বক্তারা বলেন, সাংবিধানিক অন্যতম মৌলিক অধিকার হচ্ছে নাগরিকদের স্বাস্থ্য সেবা অধিকার। বাস্তবে স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও আমাদের এ অধিকার নিশ্চিত হয়নি। আমরা নাগরিকরাও নিজ স্বাস্থ্য সুরক্ষায় সচেতন নই।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর