বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩টি সেইল ফিস বা পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি। অপর দু’টির ওজন ১০ কেজি করে। বৃহস্পতিবার সকালে মাছ তিনটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়।
এ সময় মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। এ মাছের চাহিদা না থাকায় পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ীর কাছে দশ হাজার টাকায় বিক্রি করেছেন।
স্থানীয় জেলেরা জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় মাহাবুব মাঝি নামের এক জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে। প্রথমে জাল থেকে মাছ তিনটি তুলতে জেলেদের বেগ পেতে হয়েছে। এ মাছগুলোর মুখের অংশে পাখির ঠোঁট ও পাখনা রয়েছে। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবে পরিচিত।আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ,ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতির তথ্য মতে, এ মাছের ইংরেজি নাম সেইল ফিস। আর বৈজ্ঞানিক নাম হলো ইষ্টিওফোরাস প্লাটিপটেরাস। এসব মাছ গভীর সাগরে বিচরন করে ও দ্রুতগামী। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচত।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছগুলো অনেক দ্রুতগতির। এ মাছ তেমন একটা ধরা পড়ে না। দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম